২ নভেম্বর ২০২৫

করোনায় মারা গেছেন হোটেল জামানের মালিক সেলিম জামান

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে হোটেল এন্ড রেস্টুরেন্ট জগতের স্বনামধন্য প্রতিষ্ঠান হোটেল জামানের মালিক মালেকুজ্জামানের ছেলে সেলিম জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)

আজ শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সকাল ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সেলিম জামানের পরিবারিক সুত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনী ও থাইরয়েডের রোগে ভুগছিলেন। সম্প্রতি তার শরীরের করোনা পজিটিভ শনাক্ত হয়।

উল্লেখ্য, গত ২৩ জুন মঙ্গলবার ভোর ৫টায় করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের সার্জিস্কোপ হাসপাতালে মারা যান সেলিম জামানের বাবা মালেকুজ্জামান (৮৫)। এর আগে গত ২ জানুয়ারি বৃহস্পতিবার হোটেল জামান অ্যান্ড বিরানী হাউসের প্রতিষ্ঠাতা ও স্বত্ত্বাধিকারী মোহাম্মদ জামান (৮০) মারা যান এবং গত ২১ জুন মারা যান নুরুজ্জামান (৬৫)।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ