বাংলাধারা প্রতিবেদন »
করোনায় প্রাণ হারালেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামের মা মাবিয়া খাতুন (৯০)।
শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ইম্পেরিয়াল হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা যায়।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর এই পরিবারের ১৮ জন সদস্যের করোনা পজিটিভ আসে। অন্যরা হাসপাতাল ছাড়লেও ওয়েল গ্রুপের বটবৃক্ষ মাবিয়া খাতুনের অবস্থার অবনতি হয়। তাকে ইম্পেরিয়াল হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
বাংলাধারা/এফএস/এআর













