বাংলাধারা প্রতিবেদন »
করোনা আক্রান্ত হয়ে বা করোনা সন্দেহে কেউ মারা গেলে মৃতের কবর খনন এবং জানাজাসহ দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রস্তুত বেসরকারি সমাজসেবামূলক সংগঠন আল মানহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এ ক্ষেত্রে ধর্মীয় রীতি অনুযায়ী দাফন কাফনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।
বুধবার (১৫ এপ্রিল) চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে দেখা করে সংগঠনের নেতারা এ ঘোষণা দেন।
তারা বলেন, নগরে করোনা উপসর্গ বা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে অ্যাম্বুল্যান্স সেবা দেওয়ার পাশাপাশি এ রোগে কেউ মারা গেলে তার দাফন করার সম্পূর্ণ প্রস্তুতি আমাদের রয়েছে। আমাদের যথেষ্ট পিপিই আছে। নিজেদের সুরক্ষা নিশ্চিত করেই এই কাজটি করবো।
মেয়র করোনাযুদ্ধের এ সৈনিকদের স্বাগত জানিয়ে বলেন, মরণব্যাধী করোনা ভাইরাস মোকাবিলায় রাষ্ট্র ও সরকারের সব প্রচেষ্টার পাশাপশি বেসরকারি ব্যক্তি ও সামাজিক উদ্যোগ সংকট মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমি বার বার বলে আসছি।
চট্টগ্রাম নগরে মানবিক কল্যাণ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে সমাজসেবামূলক সংগঠন আল মানহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ সেবা দানের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যুক্ত করেছে।
এসময় উপস্থিত ছিলেন ডিজিএফআই চট্টগ্রামের পরিচালক বি. জেনারেল কবীর আহম্মদ, স্বাস্থ্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বী, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, বিএমএ চট্টগ্রামের সভাপতি অধ্যাপক মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, আল মানহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের চেয়াম্যান হেলাল উদ্দিন জমির জমির উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ উদ্দিন, পরিচালক শিহাব উদ্দিন, প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ প্রমুখ।
বাংলাধারা/এফএস/টিএম













