৪ নভেম্বর ২০২৫

করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের গিফটপ্যাক দিলেন সিএমপি কমিশনার

বাংলাধারা প্রতিবেদন »  

করোনাভাইরাসে আক্রান্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদস্যদের জন্য চিকিৎসা সামগ্রীসহ গিফট প্যাক প্রদান করেছেন সিএমপির কমিশনার মাহাবুবর রহমান।

সোমবার (১৮ মে) সকালে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে দামপাড়া পুলিশ লাইন থেকে এসব চিকিৎসা সামগ্রী ও গিফটপ্যাক প্রদান করা হয়।

গিফটপ্যাকের মধ্যে রয়েছে- ওয়াটার হিটার, গামছা, ডাস্টার ক্লথ, ছুরি, স্যাভলন সাবান, হ্যান্ড স্যানিটাইজার, ব্রাশ, টুথপেস্ট, সার্জিকেল মাস্ক (১০ পিস), মাল্টা (২ কেজি), আদা, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, গুলমরিচ, এলাচি, সিভিট (২০ পিস), মিনারেল ওয়াটার (২৪ পিস) ও নগদ ৫ হাজার টাকা।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার ও জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, করোনা ভাইরাসের শুরু থেকে পুলিশ সদস্যদের কথা চিন্তা করে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন সিএমপি কমিশনার মাহবুবুর রহমান স্যার। এবারই তিনি এগিয়ে এসেছেন। আক্তান্ত পুলিশ সদস্যদের হাতে তুলে দিয়েছেন চিকিৎসা সামগ্রীসহ একটি করে গিফটপ্যাক। এসব চিকিৎসা সামগ্রী দিয়ে প্রাতিষ্ঠানিক চিকিৎসার পাশাপাশি পুলিশ সদস্যরা ব্যক্তিগত ভাবেও নিজেদের আরোগ্য লাভে কাজে লাগাতে পারবেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন