৩ নভেম্বর ২০২৫

করোনা আক্রান্ত হলেন চট্টগ্রামের জেলা প্রশাসক

বাংলাধারা প্রতিবেদন »

করোনায় আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন। বর্তমানে তিনি ডিসি হিলের সরকারি বাসভবনে আইসোলেশনে আছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের স্টাফ অফিসার মো. আমির হোসেন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিআইটিআইডি থেকে আজ রাত ৯ টায় স্যারের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। বর্তমানে স্যারের জ্বর ও কাশি রয়েছে।

জানা যায়, গতকাল বুধবার বিআইটিআইডিতে করোনা পরীক্ষায় ইলিয়াস হোসেনের রিপোর্ট পজিটিভ আসে। এর আগে গত ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিক্যাল কলেজের রিপোর্টে জেলা প্রশাসকের সহধর্মিণী ফারহানা নাহারের করোনা আক্রান্তের বিষয়টি উঠে আসে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ