৪ নভেম্বর ২০২৫

করোনা আতঙ্কে বন্ধ হচ্ছে ভারতের তাজমহল!

বাংলাধারা ডেস্ক »

পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এ স্থাপত্য ভারতের আগ্রার তাজমহল। শিল্প-ইতিহাস-সৌন্দর্যের টানে বিশ্বের পর্যটকদের পছন্দের শীর্ষ স্থান এটি। করোনাভাইরাস আতঙ্কে সাময়িকভাবে বন্ধ হচ্ছে পর্যটন কেন্দ্রটি।

ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন আগ্রার মেয়র নবীন জৈন। চিঠিতে উল্লেখ করেছেন, মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত যেন তাজমহল বন্ধ করা হয়।

আগ্রার মেয়র নবীন জৈনের বলেন, বড় একটা সংখ্যক বিদেশি পর্যটক তাজমহল দেখতে আসেন। বিদেশিদের থেকেই ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তাজমহল ও আরো কয়েকটি জায়গা বন্ধ রাখার জন্য ভারত সরকারের কাছে আবেদন করেছি।

তবে আগ্রার হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রমেশ ওয়াধা জানান, তিনি এখনই তাজমহল বন্ধ করে দেয়ার পক্ষে নেই।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন