২৪ অক্টোবর ২০২৫

করোনা: একদিনে আক্রান্তের চেয়ে সুস্থ বেশি, মৃত্যু ১০২

বাংলাধারা ডেস্ক  »

গত ২৪ ঘণ্টায় দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ৩৮৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও তিন হাজার ৬৯৮ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট সাত লাখ ১৮ হাজার ৯৫০ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ছয় হাজার ১২১ জন।

রোববার (১৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৫৭টি ল্যাবে ১৯ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৯২৮টি।

২৪ ঘণ্টায় নতুন ১০২ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৫৯ জন ও নারী ৪৩ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন সাত হাজার ৬৯৪ জন ও নারী দুই হাজার ৬৯১ জন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন