বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২০০ জনের দেহে। এসময় কেউ মারা যায় নি। আক্রান্তদের মধ্যে ১৬৯ জন নগরীর ও ৩১ জন বিভিন্ন উপজেলার। মোট ১ হাজার ৮৪৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭ হাজার ৪৪০ জনে।
শনিবার (২০ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৩৯ জনের নমুনা পরীক্ষায় ৩২ জন, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৯৯৮ জনের নমুনা পরীক্ষায় ৫৩জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫০১ জনের নমুনা পরীক্ষায় ৭০ জন, শেভরণে ১৭৭ জনের নমুনা পরীক্ষায় ৪০ জন এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৮ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
তবে এদিন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, ইম্পেরিয়াল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল (আরটিআরএল) ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে কোন নমুনা পরীক্ষা হয় নি।
বাংলাধারা/এফএস/এআর













