২৯ অক্টোবর ২০২৫

করোনা: চট্টগ্রামে আরও ২৫৫ জন আক্রান্ত

বাংলাধারা প্রতিবেদন »

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৫৫ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৩৮ হাজার ৭৫৫ জন।মোট ২ হাজার ১৩৩টি নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের
শনাক্ত করা হয়েছে এসময়ে নতুন করে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

শুক্রবার (২৬ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।  

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায়   ২৫৫ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরে ২১৩ জন এবং উপজেলায় ৪২ জন।

বাংলাধারা/এফএস/এআর 

আরও পড়ুন