১৬ ডিসেম্বর ২০২৫

করোনা: চট্টগ্রামে একজনের মৃত্যু, আক্রান্ত ২৭৬ জন

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৭৬ জনের দেহে। একই সময়ে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ২১৬ জন নগরীর ও ৬০ জন বিভিন্ন উপজেলার। ২ হাজার ৭৮৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯ হাজার ৪৯৪ জনে। এছাড়া এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৩৮৫ জন। এর মধ্যে ২৮২ জন নগরীর ও ১০৩ জন বিভিন্ন উপজেলার।

সোমবার (২৯ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। তিনি বলেন, গতকাল রবিবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও  চট্টগ্রামের সাতটি ল্যাবে নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তদের চিহ্নিত করা হয়েছে।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জন, ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে ৬৪৯ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ১০৫০ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ২০৮ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩১ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জন ও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল (আরটিআরএল) ল্যাবে ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জন, শেভরণে ৬৪২ জনের নমুনা পরীক্ষায় ১০৪ জনের দেহে করোনার অস্তিত্ব মেলেছে।

তবে এদিন ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে কোন নমুনা পরীক্ষা হয় নি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ