বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৭৮ জন। এদের মধ্যে ১৬১ জন নগরের ও ১৭ জন উপজেলার বাসিন্দা। মোট ১ হাজার ৫৮৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৪৯ জন; এর মধ্যে ২৫২ জন নগরের ও ৯৭ জন উপজেলার বাসিন্দা।
বোধবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৯ হাজার ২৪১ জনের মধ্যে ২২ হাজার ৫২৩ জন নগরের ও ৬ হাজার ৭১৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৭০ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজে ২১৯ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের ও সিভাসুতে ১১৩ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজে ৮৫ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।
শেভরণে ১১৩ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা পাওয়া গেছে।
আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৬ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা ধরা পড়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন বলেন, করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানায় সর্বোচ্চ জোর দিতে হবে।
বাংলাধারা/এফএস/এইচএফ













