বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১২২ জন। এদের মধ্যে ১১০ জন নগরের ও ১২ জন উপজেলার বাসিন্দা। মোট ১ হাজার ৪৩২ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৫১ জন; এর মধ্যে ২৫০ জন নগরের ও ১০১ জন উপজেলার বাসিন্দা।
শুক্রবার (২৫ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৯ হাজার ৪৮৪ জনের মধ্যে ২২ হাজার ৭৫৪ জন নগরের ও ৬ হাজার ৭৩০ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭৯ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৩৮ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৭০ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের ও সিভাসুতে ৬৯ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১২০ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়।
শেভরনে ১০৬ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা পাওয়া গেছে।
আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৯ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা ধরা পড়েছে।
জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৬ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
বাংলাধারা/এফএস/এইচএফ













