বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগসহ বিভিন্ন বিভাগে কর্মরত করোনা আক্রান্ত ৫ পুলিশ সদস্য সুস্থ হয়ে কর্মস্থলে ফিরেছেন। এর মধ্যে মঙ্গলবার (৫ মে) একদিনে সুস্থ হয়েছেন ৪ জন। এর আগে গত শনিবার এক ট্রাফিক সদস্য সুস্থ হন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা শনাক্ত হওয়া নগর পুলিশের সদস্যদের মধ্যে মঙ্গলবার ৪ জন পুরোপুরি করোনা মুক্ত হয়েছেন। পর পর দুইবার করোনার নমুনা পরীক্ষায় তাদের ফলাফল নেগেটিভ এসেছে। এর ফলে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে সুস্থ থাকলে তাদের আরো ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে পরামর্শ দেয়া হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম মহানগর পুলিশের বিভিন্ন বিভাগের ১৩ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। ৫ জন সুস্থ হয়েছেন। বাকিদের অবস্থাও স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
বাংলাধারা/এফএস/টিএম













