২৮ অক্টোবর ২০২৫

করোনা দূর্যোগে খাদ্য বিতরণে চট্টগ্রামে চলছে সুস্থ প্রতিযোগিতা : নওফেল

বাংলাধারা প্রতিবেদন »  

অন্তত চট্টগ্রামের কথা বলতে পারি। প্রায় প্রত্যেক ব্যবসায়ী প্রতিষ্ঠান, সরকারী প্রতিষ্ঠান, বাহিনী, সংসদ সদস্য, বর্তমান -অতীত -ভবিষ্যত জনপ্রতিনিধি সকলেই সরকারের বরাদ্দের বাইরেও প্রচুর খাদ্য বিতরণ করছেন। যে যেখানে পারছেন! অনেক অসুস্থ প্রতিযোগিতার কথা আমরা শুনি, কিন্তু আমাদের প্রানের শহরে যা হচ্ছে তা আমি বলবো রীতিমতো একটি সুস্থ প্রতিযোগিতা!

বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, চট্টগ্রামের মানুষ সবাই আমরা বিত্তশালী নই মধ্যবিত্ত শ্রেনী বেশ ছোট, কিন্তু একেবারে প্রতিযোগিতা করে ত্রান দিচ্ছি।বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন দেশের খাদ্যের অভাব নেই। এমন সময়ে হঠাৎ মনে হলো নালিশ পার্টি বিএনপির কথা। কোটি কোটি টাকার ধনকুবের একেকজন। দেখলাম না একটি ব্যাগ কারো হাতে তুলে দিতে, শুনলাম না কোনো ভালো কথা, জানলাম না তারা সব কোথায়। এদের সরকারের ভয়াবহ নিস্ক্রিয়তার কথা মনে আছে, ১৯৯১ সালের ঘূর্ণিঝড় পরবর্তী। মার্কিন সেনাবাহিনীর একটি ত্রানের দল নামিয়ে বিদেশে ভিক্ষা খোঁজা শুরু। সেই সময়ে যখন সরকারের পক্ষথেকে কোনো পদক্ষেপ নাই, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা ও সহযোগিতায় দুয়েক জন দানবীরকে নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে আমার বাবা এবিএম মহিউদ্দিন চৌধুরী মুসলিম হলে ফিল্ড হাসপাতাল বসিয়ে কলেরা থামিয়েছিলেন।

নওফেল আরো বলেন, এখন সরকার আছে, সাথে আমাদের দলও আছে, আছেন অনেক দানবীর ব্যক্তিরা। সবাই করছেন, আরো করবেন। কিন্তু সেই স্বার্থপর রাজনৈতিক শক্তির দেখা নাই। মাঠ দুরের কথা ঘরে বসে কয়জনকে সাহায্য করেছেন এটি জাতির বিবেকের কাছে প্রশ্ন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন