৩ নভেম্বর ২০২৫

করোনা: দেশে আরও ৮৩ জনের মৃত্যু, আক্রান্ত ৭২০১

বাংলাধারা ডেস্ক  »

গত ২৪ ঘণ্টায় দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে নয় হাজার ৮২২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও সাত হাজার ২০১ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট ছয় লাখ ৯১ হাজার ৯৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৫৫টি ল্যাবে ৩৪ হাজার ৯৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ৩৬ হাজার। করোনা শনাক্তের হার ২০ দশমিক ৫৯ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ। সুস্থতার হার ৮৩ দশমিক ৯৮ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ৮৩ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৫৪ জন ও নারী ২৯ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন সাত হাজার ৩৩৩ জন ও নারী দুই হাজার ৪৮৯ জন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ