১১ ডিসেম্বর ২০২৫

করোনা পরবর্তী জটিলতায় মারা গেলেন শেভরণের ব্যবস্থাপনা পরিচালক ডা. মুর্তজা হারুন

বাংলাধারা প্রতিবেদন »

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি, শেভরণ ল্যাবরেটরিসের ব্যবস্থাপনা পরিচালক ডা. গোলাম মুর্তজা হারুন মৃত্যুবরণ করেছেন। শনিবার (২৯ মে) বাদ আসর জমিয়তুল ফালাহ জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৮ মে) দিবাগত রাত তিনটার সময় সিএসসিআর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডা. গোলাম মর্তুজা হারুন ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, প্রায় ৭০ বছর বয়সী মর্তুজা হারুনের বাড়ি সিলেট জেলায়। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক। বিএমএ এর চট্টগ্রাম জেলায় তিনি দুই দফায় সভাপতির দায়িত্ব পালন করেন।

 বিএমএ চট্টগ্রাম জেলার সভাপতি ডা. মুজিবুল হক খান জানান, গত ১২ মে তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। ১০ দিন পর ২২ মে নেগেটিভ আসে। কিন্তু ফুসফুসের সংক্রমণ ছিল নিয়ন্ত্রণহীন। এছাড়া তিনি কিডনি জটিলতায়ও ভুগছিলেন। কোভিড পরবর্তী অবস্থার আরও অবনতি হলে গত ২৭ মে তাকে সিএসসিআর হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন