১ ডিসেম্বর ২০২৫

“করোনা পরিস্থিতিতেও স্কুল বন্ধের সুযোগ নেই” — মাউশির পরিচালক

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি জানিয়েছেন, আগামী রবিবার থেকেই স্কুল খোলা থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ জুন) জাতীয় দৈনিক এক পত্রিকাকে দেওয়া বক্তব্যে মাউশির পরিচালক বলেন, “করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমরা আগেই নির্দেশনা জারি করেছি। সেই অনুযায়ী দেশের সব স্কুল প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।”

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “অভিভাবকদের অনুরোধ করবো— তারা যেন তাদের সন্তানদের স্বাস্থ্যবিধি মেনে স্কুলে যাওয়ার জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করেন।”

তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখার সুযোগ নেই। শিক্ষা কার্যক্রম ব্যাহত করা যাবে না। তাই আগামী রবিবার থেকেই স্কুল খুলবে। তবে প্রত্যেককে করোনা সংক্রমণ রোধে সচেতন থাকতে হবে ও নির্দেশনা মেনে চলতে হবে।”

উল্লেখ্য, সম্প্রতি দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দিলেও এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন। এর মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সচেতনতামূলক কার্যক্রম ও সতর্কতা জোরদার করছে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন