বাংলাধারা প্রতিবেদন »
করোনাভাইরাস প্রতিরোধে এপ্রিলের প্রথম সপ্তাহে ৫০০ পিস পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) তৈরি ও সরবরাহ করবে দেশের প্রথম সারির শিল্প প্রতিষ্ঠান ফর্টিস গ্রুপ। ধারাবাহিকভাবে এপ্রিলের ২০ তারিখের মধ্যে পাঁচ হাজার পিস উৎপাদন ও সরবরাহের লক্ষ্যমাত্রা ঠিক করে প্রতিষ্ঠানটি।
শুক্রবার ফর্টিস গ্রুপের কর্ণধার ও সারাহ্ রিসোর্টের মালিক চট্টগ্রামের সি আই পি শাহাদাত হোসাইন শাহাদাত হোসাইন তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাসের মাধ্যমে এ ঘোষণা দেন।
তিনি তার ফেইসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, এপ্রিলের প্রথম সপ্তাহে ৫০০ পিস পিপিই তৈরি ও সরবরাহের মাধ্যমে শুরু করবেন। ধারাবাহিকভাবে এপ্রিলের ২০ তারিখের মধ্যে পাঁচ হাজার পিস উৎপাদন ও সরবরাহের লক্ষ্যমাত্রা ঠিক করেন এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে সরবরাহের পরিকল্পনা গ্রহণ করেছেন।
তিনি আরো লিখেন, এসব পিপিই ডাক্তার ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহ করবেন।
করোনা মোকাবেলায় দেশের এই ক্রান্তিলগ্নে এমন ঘোষনা স্বস্তি নিয়ে আসবে। দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠান যেখানে এগিয়ে আসছে না সেখানে ফর্টিস গ্রুপের এমন উদ্যোগে প্রশংসা করছেন অনেকেই।
বাংলাধারা/এফএস/টিএম













