২ নভেম্বর ২০২৫

করোনা বিশেষজ্ঞের দ্বারস্থ বিসিবি

বাংলাধারা ডেস্ক »

আগামী ২৪ অক্টোবর ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে দীর্ঘ ছয় মাসের বিরতি ভাঙবে বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কায় আইসোলেশন পর্ব শেষ করে অনুশীলন শুরু করবেন তামিম-মুশফিকরা। মাঠের ক্রিকেটে ফেরার আগে স্বাস্থ্যবিধি ঠিক রাখার ব্যাপারে সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরের এই সময়টাতে যেন স্বাস্থ্যবিধি ঠিকঠাক বজায় থাকে, সেই কারণে দুজন করোনা বিশেষজ্ঞের দ্বারস্থ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী নিশ্চিত করেছেন বিষয়টি, ‘ক্রিকেটারদের সতর্কতা বাড়ানোর জন্য আমরা দুজন বিশেষজ্ঞের সাহায্য নিতে যাচ্ছি। তাদের সহযোগিতায় আমরা কিছু প্রটোকল তৈরি করছি। ফ্লাইটে কীভাবে যাব, হোটেলে কীভাবে থাকবো, ট্রান্সপোর্ট কীভাবে ব্যবহার করবো- এসব প্রটোকল তৈরি করার জন্য আমরা উনাদের সাহায্য নিচ্ছি।’

বিশেষজ্ঞ দুজনের অনুরোধে তাদের নাম প্রকাশ করেনি বিসিবি। এ ব্যাপারে দেবাশীষ বলেছেন, ‘অনুরোধের কারণে তাদের নাম আমরা বলছি না। তারা চান না তাদের নাম জানানো হোক। দুজনই বাংলাদেশ সরকারের বিভিন্ন টেকনিক্যাল কমিটিতে আছেন। তারা মূলত গবেষক। এদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আরেকজন ইংল্যান্ডের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে কর্মরত।’

অবশ্য শুধু এখনই নন, করোনাকালের শুরু থেকেই এই দুই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আসছে বিসিবি।  ইতোমধ্যে বাংলাদেশের জাতীয় দল ও হাই পারফরম্যান্স দলের বেশ কয়েকজন ক্রিকেটারদের সঙ্গে একটি অনলাইন সেশনও করেছেন তারা। রবিবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে আসবেন তারা।

দেবাশীষের বক্তব্য, ‘উনাদের সঙ্গে প্রথম বৈঠক সপ্তাহ খানেক আগে হয়ে গেছে। বৃহস্পতিবার খেলোয়াড়দের নিয়েও জুমে ভার্চুয়াল মিটিং করেছেন উনারা। অনেক আগে থেকেই উনাদের সঙ্গে যোগাযোগ করছি আমরা। অন্তত শ্রীলঙ্কা সফরের আগপর্যন্ত তাদের সঙ্গে আমাদের বিভিন্ন সময়ে যোগাযোগ হবে। কাল (রবিবার) মিরপুরে আসবেন তারা দুজন।’

২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে দলীয় অনুশীলন। মিরপুর স্টেডিয়ামে কয়েকদিন অনুশীলনের পর শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে জাতীয় ও হাই পারফরম্যান্স দল। এই সফরে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। 

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ১০ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ২২ সদস্যের দল ঘোষণা করার কথা বিসিবির। সুযোগ পাওয়া ক্রিকেটারদের তিন দফায় করোনা পরীক্ষা করা হবে।

বাংলাধারা/এফএস/ইরা

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ