২৯ অক্টোবর ২০২৫

করোনা ভাইরাসে চীনের মৃতের সংখ্যা ২১৩

বাংলাধারা ডেস্ক »  

করোনা ভাইরাসের কারণে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ জনে। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০০০ ছাড়িয়ে গেছে। দেশটির ২৫ প্রদেশে ছড়িয়েছে ভাইরাসটি। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হুবেই প্রদেশের রাজধানী উহানে।ভারত, নেপাল, থাইল্যান্ড,জাপান, সাউথ কোরিয়া, তাইওয়ান, ভিয়েতনাম, হংকং,কম্বোডিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি এবং  যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ইসরায়েলেও এক রোগীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।বিশ্বে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬৯২ জন।

সংবাদ মাধ্যম সিএনএন ও বিবিসি জানিয়েছে, মহামারি আকারে ছড়িয়ে পড়া চীনের প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) জেনেভায় এক জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেইসাস বলেন, এ ঘোষণার মূল কারণ শুধু চীনে কী হচ্ছে তা নয় বরং বিশ্বের অন্যান্য দেশে কী ঘটছে সেটাও দেখতে হবে।

তিনি বলেন, উদ্বেগের  কারণ হলো এ ভাইরাস দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার দেশগুলোতে ছড়িয়ে পড়ছে।

এদিকে, প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাণকেন্দ্র চীনের মধ্যাঞ্চলের উহান শহর থেকে শত শত বিদেশি নাগরিককে সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ।তবে বিস্তার ঠেকাতে উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার বেশ কয়েকটি দেশ চীনগামী বিমানের ফ্লাইট বাতিল করছে। এর মধ্যে রয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ, ইউনাইটেড এয়ারলাইন্স, এয়ার এশিয়া।

গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। এরপর থেকে এখন পর্যন্ত ২০টির মতো দেশে ছড়িয়ে পড়েছে এটি।সেইসঙ্গে চীন থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে বড় ধরনের ধাক্কার আশঙ্কা করা হচ্ছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন