বাংলাধারা ডেস্ক »
নোবেল করোনা ভাইরাস বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) চারটি হটলাইন চালু করেছে।
করোনা ভাইরাস সংক্রান্ত যেকোন বিষয়ে জানতে নিন্মোক্ত হটলাইনগুলোতে ফোন করা যাবে। হটলাইনগুলো হচ্ছে : ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫।
সোমবার ((৩ ফেব্রুয়ারি) সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, চীনসহ পৃথিবীর কয়েকটি দেশে নোবেল করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয়ায় বাংলাদেশ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। তারই ধারাবহিকতায় আইইডিসিআর এ চারটি হটলাইন চালু করলো।
বাংলাধারা/এফএস/টিএম













