৮ ডিসেম্বর ২০২৫

করোনা ভাইরাস: স্যান ফ্রান্সিসকোতে জরুরি অবস্থা ঘোষণা

বাংলাধারা ডেস্ক »

করোনাভাইরাস ইস্যুতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্যান ফ্রান্সিসকোতে স্থানীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষ জানিয়েছে, জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে এবং পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে স্থানীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

এক বিবৃতিতে স্যান ফ্রান্সিসকোর মেয়র লন্ডন ব্রিড জানান, যদিও এখন পর্যন্ত এখানে করোনা ভাইরাস আক্রান্ত কোনো রোগীর তথ্য নেই, তবে বিশ্বব্যাপী ভাইরাসটির চিত্র দ্রুতই পাল্টে যাচ্ছে। সেজন্য আগাম প্রস্তুতির অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন