৪ নভেম্বর ২০২৫

করোনাযোদ্ধাদের ইফতার উপহার দিলেন সিএমপি কমিশনার

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও বিআইটিডিতে কর্মরত চিকিৎসক এবং চিকিৎসক সহযোগীদের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারের পক্ষ থেকে ইফতার উপহার দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা যুদ্ধে ফ্রন্টলাইনে থাকা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও বিআইটিডিতে কর্মরত চিকিৎসক এবং চিকিৎসক সহযোগীদের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম মহোদয় এর পক্ষ থেকে ইফতার প্রেরণ করা হয়েছে।

কোতোয়ালি থানা ও আকবর শাহ থানার অফিসার ইনচার্জ গন পুলিশ কমিশনার মহোদয়ের পক্ষ থেকে ভালোবাসার এই উপহার হস্তান্তর করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও বিআইটিডির কর্তৃপক্ষের নিকট।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন