১৮ ডিসেম্বর ২০২৫

করোনা শনাক্তে চট্টগ্রামে অ্যান্টিজেন পরীক্ষা শুরু

বাংলাধারা প্রতিবেদন  »

অল্প সময়ের মধ্যে করোনার নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামেও শুরু হয়েছে অ্যান্টিজেন পরীক্ষা।  

বুধবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবের প্রধান অধ্যাপক ডা. শাকিল আহমদ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার (৫ জানুয়ারি) থেকে বিআইটিআইডি ল্যাবে অ্যান্টিজেন টেস্ট শুরু করেছি। প্রথমদিন ৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একটি পজেটিভ আসে। অল্প সময়ের মধ্যে আমরা রিপোর্ট দিয়ে দিচ্ছি।  

‘স্বাস্থ্য অধিদফতর থেকে ১ হাজার কিট দেওয়া হয়েছে। গত সোমবার আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দেওয়া হয় বলেও জানান তিনি। ’ 

এর আগে গত বছরের ২১ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব বিলকিস বেগম স্বাক্ষরিত এক আদেশে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দেওয়া হয়।  

পরে গত ৫ ডিসেম্বর থেকে করোনাভাইরাস শনাক্তের অ্যান্টিজেন পরীক্ষা দেশের ১০টি জেলায় শুরু হয়।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ