কক্সবাজার প্রতিনিধি »
মহামারি করোনা দূর্যোগে সারা দেশের মতো এক প্রকার লকডাউন অবস্থায় রয়েছে পর্যটন নগরী কক্সবাজার। করোনার সংক্রমণ রোধে সৈকতসহ পর্যটন স্পটে বেড়ানো নিষিদ্ধ। বুধবার থেকে বন্ধ রয়েছে সবধরনের পরিবহন, দোকানপাট ও কর্মক্ষেত্র।
এ লকডাউন অবস্থায় বিপাকে পড়েছেন নিম্নবিত্ত, দিনজীবী ও ছিন্নমূল মানুষগুলো। অসহায় মানুষগুলোর বাড়িতে চলছে খাবার ও আর্থিক সংকট। এ দুর্যোগে মানবিক সহায়তায় এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহবানে উদ্বুদ্ধ হয়ে গঠন করা হয়েছে ’কক্সবাজার করোনা সহায়তা তহবিল’।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসাইনের তত্বাবধানে জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুরের সমন্বয়ে গঠিত তহবিলে সাড়া দিচ্ছেন জেলার সবশ্রেণী পেশার মানুষ। গত তিনদিনে বিকাশ এবং নগদে প্রায় সাড়ে ৭ লাখ টাকা সহযোগিতা দিয়েছে মানবতা প্রেমীরা।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসাইন বলেন, করোনায় থেমে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। এতে স্থবির হয়ে আছে সমাজের দরিদ্র শ্রেণীর জীবন। সামাজিক দায়বদ্ধতা থেকে সবাইকে সাথে নিয়ে অসহায়দের পাশে দাঁড়াতে কক্সবাজারে উদ্যোমী যুবাদের উৎসাহ দেয়া হয়। এ সূত্রেই ২৬ মার্চ ‘কক্সবাজার করোনা সহায়তা তহবিল’ নামে একটি ফেসবুক পেইজ খুলে সহায়তা দিতে ইচ্ছুকদের জন্য একটি বিকাশ এজেন্ট নম্বর (০১৮৩৯-৩৭৯৬৬৬) দেয়া হয়েছে। এ তহবিলের নামে উল্লেখিত নাম্বার ছাড়া অন্যকোন বিকাশ নাম্বারে টাকা না দেয়ার অনুরোধ করা হয়।
তিনি আরো বলেন, হাতে হাতে কেউ টাকা দিতে চাইলে ব্যক্তি পর্যায়ে বিটিভির কক্সবাজার জেলা সংবাদদাতা জাহেদ সারোয়ার সোহেল, সাংবাদিক ইমরুল কায়েস, তৌফিক লিপু, নজরুল ইসলাম ও সিবিআইইউ’র সহকারি রেজিষ্টার কুতুব উদ্দিনকে সহায়তা তহবিলের সহযোগী হিসেবে রাখা হয়েছে। ২৯ মার্চ বিকেল পর্যন্ত বিকাশ ও নগদে এ তহবিলে জমা পড়েছে প্রায় সাড়ে ৭ লাখ টাকা। মানবিক ভালোবাসায় সবশ্রেণী পেশার মানুষের অভুতপূর্ব সাড়ায় আমরা অভিভূত। জয় হোক মানবতার। আসুন বিপর্যস্ত মানবতার পাশে দাঁড়ায়।
তহবিলের সমন্বয়ক সোহেল আহমদ বাহাদুর বলেন, সু-সময়ে কারো সহযোগিতার প্রয়োজন পড়ে না। কিন্তু অসময় বা বিপদাপন্ন সময়ে বিপর্যস্থ মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব ও কর্তব্য। এখন করোনায় দেশে ক্রান্তিকাল চলছে। চলমান সময়ে বিপর্যস্ত মানুষগুলোকে সহায়তার লক্ষে আমরা এগুচ্ছি। সবার কাছ থেকে পাওয়া সহযোগিতা নিয়ে রোববার বিকেলে কক্সবাজার পৌরসভার পশ্চিম কুতুবদিয়া পাড়া বায়তুর রিদোয়ান জামে মসজিদ মাঠে স্থানীয় হতদরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে। কোন মানুষ খাবারের জন্য কষ্ট পাবেনা, ইনশাআল্লাহ। ত্রাণ নিতে আসা মানুষগুলোকে নিরাপদ দুরত্বে রাখতে বিশেষ পদ্ধতিতে ত্রাণগুলো সাজিয়ে বিতরণ করা হয়। এটি অব্যহত থাকবে।
কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও সিভিল সোসাইটির সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা বলেন, এটি প্রশংসনীয় উদ্যোগ। দেশের এ ক্রান্তিকালে নিজেদের পেশাগত দায়িত্বপালনের পাশাপাশি সামাজিক দায়বোধে উদ্বুদ্ধ যুবারা সাধুবাদ পাওয়ার যোগ্য। তাদের উদ্যোগে সমাজ তথা দেশের বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ















