১৬ ডিসেম্বর ২০২৫

কর্ণফুলিতে সাম্পান উল্টে নিহত এক

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে জাহাজের ধাক্কায় সাম্পান উল্টে এক নারীর মৃত্যু। বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত আটটায় বাংলাবাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যাত্রী লায়লা বেগম (৪৫), কর্ণফুলী উপজেলার ইছানগরের বাসিন্দা আমির হোসেন প্রকাশ লাল মিয়ার স্ত্রী। দুর্ঘটনায় কবলিত সাম্পানে নিহত লায়লা বেগমের সঙ্গে তার স্বামী আমির হোসেনও ছিলেন, তবে তাকে জীবিত উদ্ধার করা গেছে।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানার এসআই নিউটন দাশ জানান, ‌‘নৌ দুর্ঘটনায় একজন নারী মৃত্যুবরণ করেছেন। একই নৌকায় তার স্বামী আমির হোসেনও ছিলেন। তবে মাঝিসহ তাদের ১০ জনকে জীবিত উদ্ধার করা হলেও তার স্ত্রী ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন।’

ইছানগর বাংলাবাজার ঘাট সাম্পান মালিক সমিতির সভাপতি লোকমান হোসেন জানান, বাংলাবাজার ঘাট থেকে মাঝি মোহাম্মদ ইলিয়াছ তার সাম্পান নিয়ে দক্ষিণ পাড়ে যাচ্ছিলেন। পরে স্রোতের তোড়ে এমবি কেবলাতাইন-১৬ নামের এক জাহাজের ধাক্কায় উল্টে যায় সাম্পানটি। এ সময় ১১ যাত্রী পানিতে পড়ে যায়।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ