৩১ অক্টোবর ২০২৫

কর্ণফুলীতে অনুমতি ছাড়া দোকানে পেট্রল-অকটেন বিক্রি, জরিমানা

চট্টগ্রামের কর্ণফুলীতে লাইসেন্স ছাড়া ঝুঁকিপূর্ণভাবে দোকানে পেট্রল, ডিজেল ও অকটেন মজুদ রেখে বিক্রি করার দায়ে ৬টি তেলের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড প্রধান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি পীযূষ কুমার চৌধুরী।

অভিযানে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর (২০) ধারায় মা বাবা এন্টারপ্রাইজকে ১০হাজার, শাহজালাল ওয়েল সাপ্লায়াইর্স কে ১০হাজার, শাহ ছমিয়া অটোমোবাইলসকে ১০হাজার, শাহজালাল ওয়েল সাপ্লায়াইর্স-২কে ১০হাজার, আবুল কালাম এন্টারপ্রাইজকে ৫হাজার ও মাহবুব এন্ড কোং’কে ৫ হাজার টাকাসহ ৬টি দোকানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সহকারী কমিশনার ভূমি পীযূষ কুমার চৌধুরী বলেন, দোকানের সামনে বোতলে সারি সারিভাবে রাখা পেট্রোল, ডিজেল ও অকটেন তেল নিয়মনীতির তোয়াক্কা না করেই যে কোনো ব্যক্তির কাছেই জ্বালানি তেল বিক্রি করছেন দোকানদাররা। খোলা তেল বিক্রিতে নাশকতার আশঙ্কা থাকে। পাশাপাশি রয়েছে দুর্ঘটনার শঙ্কা। তাছাড়া জ্বালানি তেল বিক্রি করতে ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদফতর, বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও জেলা প্রশাসনের অনুমতি অত্যাবশ্যক।কোনো ধরনের অনুমতি ছাড়াই ঝুকিপূর্ণভাবে এসব তেল বিক্রি হচ্ছে। আগামীতে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন