৭ নভেম্বর ২০২৫

কর্ণফুলীতে আগুনে পুড়ে ছাই ৩ বসতঘর

কর্ণফুলী প্রতিনিধি »

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিন বসতঘর। এতে এতে ১২ লাখ টাকার আর্থিক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড সংগঠিত হয় বলে ধারণা করা হচ্ছে।

আনোয়ারা উপজেলা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দল স্থানীয় লোকজনসহ প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আবদুল হামিদ, আবুল হোসেন ও মৃত আব্দুল হাফেজের বসতঘর ভস্মীভূত হয়ে যায়।

এ বিষয়ে কর্ণফুলীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বাংলাধারাকে জানান, জুলধা ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনায় কোন অভিযোগ হয়নি। তবে আমরা সংবাদ পেয়েছি।

ঘটনাস্থলে পরিদর্শনে আসেন জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক ও মোহাম্মদ মুছা। এসময় মোহাম্মদ মুছা ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ