কর্ণফুলী প্রতিনিধি »
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মজ্জারটেক এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশের একটি আভিযানিক টিম।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার শিকলবাহা ইউপির এস আলম অয়েল লিমিটেড সংলগ্ন একটি দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো— শিকলবাহা ২নং ওয়ার্ডের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. খোকন (২৫) ও একই এলাকার মো. বজল আহমদের ছেলে মো. আরিফ (২৬)।
ডিবি পুলিশের সহকারী উপপুলিশ পরিদর্শক মো. বাবুল মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী উপজেলার মজ্জারটেক এলাকায় আমরা ক্রেতা সেজে একটি পানের দোকানের সামনে থেকে দুই হাজার পিস ইয়াবাসহ আরিফ ও খোকন নামের ওই দুই ইয়াবা বিক্রেতাকে আটক করি। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।













