৯ ডিসেম্বর ২০২৫

কর্ণফুলীতে ইয়াবাসহ আটক ১

কর্ণফুলী প্রতিনিধি  »

কর্ণফুলী উপজেলার ইছানগরে অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবাসহ শেখ আহম্মেদ (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (৫ মে) রাত ১১টা ১০ মিনিটে চরপাথরঘাটা ইউনিয়ন মেডিকেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শেখ আহম্মেদ ইছানগর ৮নং ওয়ার্ড আব্দুর রশিদ বাড়ির মৃত জাফর আহমদের ছেলে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি একজন মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিএমপির কর্ণফুলী থানায় দুটি মামলা রয়েছে (যার মামলা নং-১৫/৪০৫ ও ১৪/২০১০)।

এদিন গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার চৌকস পুলিশ অফিসার এসআই মো. আলমগীর হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ সদস্য ইছানগরে অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

সারাদেশে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবেই পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ