২৪ অক্টোবর ২০২৫

কর্ণফুলীতে ইয়াবাসহ যুবক আটক

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামের কর্ণফুলী থানার সৈন্যারটেক এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ মো. হাসেম (৩২) নামে এক যুবককে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ।

শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়।

আটক মো. হাসেম কক্সবাজার জেলার মহেশখালী থানার কুতুবজোম এলাকার মৃত হাসেমের ছেলে।

কর্ণফুলী থানার উপ-পরিদর্শক খন্দকার আওরঙ্গজেব জানান, কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক মোড়স্থ কর্ণফুলী সিএনজি এন্ড ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার পরিহিত কালো গ্যাবাডিং প্যান্টের ডান পকেট থেকে ৪টি নীল রংয়ের বায়ুরোধক পলিপ্যাকের ভিতর লুকানো ১ হাজার পিস এ্যামফিটামিন মিশ্রিত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার টেকনাফ হতে স্বল্পমূল্যে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ইয়াবার ব্যবসা আসছে। জব্দকৃত ইয়াবাসহ আসামির বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন