কর্ণফুলী প্রতিনিধি »
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকা থেকে ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথসহ মো. এরশাদ (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতার মো. এরশাদ কক্সবাজার জেলার উখিয়া থানার থাইংখালীর ৫নং ওয়ার্ডের গফুর উদ্দিন বাড়ি এলাকার মৃত সেকান্দার আলী ছেলে।
রোববার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে কর্ণফুলী মইজ্যারটেক মোড়স্থ পুলিশ বক্সের সামনে থেকে ডিউটিরত অবস্থায় এস আই মোবারক হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে গাড়ি তল্লশি করে তাকে এসব ক্রিস্টাল মেথসহ একজনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে এসআই মোবারক হোসেন বাংলাধারাকে বলন, এরশাদ হোসেন নামের এক ব্যক্তিকে ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। জব্দ ক্রিস্টাল মেথের অনুমানিক মূল্য ১ কোটি টাকা। গ্রেফতারকৃত এরশাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।













