চট্টগ্রামের কর্ণফুলীতে জুয়ার আসর থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানিয়েছেন, একটি বসতঘরে জুয়ার আয়োজন চলছিল। অভিযানের সময় হাতেনাতে ধরা পড়ে ১৩ জন। গ্রেপ্তারকৃতরা অধিকাংশই ইটভাটার শ্রমিক।
তাদের মধ্যে রয়েছেন বরিশালের আলী আব্বাস (২৪), রায়হান (২০), আরাফাত (১৯), নাছির (২০), তৌহিদ (১৯), সিহান (২২), সাজ্জাদ (২২), লক্ষীপুরের শরীফ (২০) এবং সূর্য শীলের বাড়ির শীপ্লক শীল (৪৫)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি মুহাম্মদ শরীফ।













