বাংলাধারা ডেস্ক »
কর্ণফুলী থানার ফকিন্নিহাট এলাকায় নদীতে মাছ ধরতে গিয়ে মো. পারভেজ (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ মে) রাতে নদীতে ডুবে তার মৃত্যু হয়।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে পারভেজ নামের ওই তরুণ পানিতে ডুবে যায়। পানি থেকে উদ্ধার করে তার আত্মীয়রা সোমবার রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারভেজ ফকিন্নিহাট এলাকার ফোরকানের ছেলে।













