২৯ অক্টোবর ২০২৫

কর্ণফুলীতে তৃণমূল বিএনপির প্রার্থী মকবুলের গণসংযোগ

চট্টগ্রাম -১৩ (আনোয়ারা -কর্ণফুলী) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মকবুল আহম্মেদ সাদাত সোনালি আঁশ প্রতীকের পক্ষে কর্ণফুলী উপজেলায় গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।

রবিবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার বড়উঠান, ক্রসিং, শিকলবাহা, চরপাথরঘাটা, চরলক্ষ্যা মইজ্জ্যারটেকসহ উপজেলার বিভিন্ন এলাকায় তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও প্রচারণা চালান।

গণসংযোগকালে মকবুল আহম্মেদ বলেন, আমি মানুষের পাশে দাঁড়াতে রাজনীতিতে এসেছি, নিজের আখের গোছানোর রাজনীতি করতে নয়, আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ।

এসময় তিনি ভোটারদের বিজয়ী হলে এলাকায় বিভিন্ন উন্নয়নের আশ্বাস দেওয়ার পাশাপাশি আগামী ৭ জানুয়ারি নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে সোনালী আঁশ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে তিনি ছাড়াও নৌকা প্রতীকের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, জাতীয় পার্টি থেকে আবদুর রব চৌধুরী (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোহাম্মদ আবুল হোসেন (মোমবাতি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সৈয়দ মুহাম্মদ হামেদ হোসাইন (চেয়ার), বাংলাদেশ সুপ্রিম পার্টি মো. আরিফ মঈন উদ্দীন (একতারা) ও বাংলাদেশ খেলাফত আন্দোলন মৌলভী রশিদুল হক (বটগাছ) ভোটে লড়ছেন।

আরও পড়ুন