২৫ অক্টোবর ২০২৫

কর্ণফুলীতে দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পুলিশের অভিযানে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) গভীর রাতে কর্ণফুলী থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া নেতারা হলেন—কর্ণফুলী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর বাদশা (৪২) ও শিকলবাহা ইউনিয়ন যুবলীগের সংগঠক মোহাম্মদ মামুন (৩৫)।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরের কোতোয়ালী থানায় পূর্বের একটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদের আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানের সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির কারণে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে, দলীয় নেতাদের গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় যুবলীগের একাংশ নিন্দা জানিয়ে দ্রুত মুক্তির দাবি তুলেছে। তবে পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন