নিজস্ব প্রতিবেদক »
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম, ছাত্রদল নেতা নুরে আলমের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কর্ণফুলী উপজেলা বিএনপি।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে উপজেলার ক্রসিং মেগা কনভেশন হলের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টার দিকে কর্মসূচি শুরু হয়।
এর আগে দুপুরে কর্ণফুলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকেরা মেগা কনভেনশন হলের সামনে জড়ো হতে থাকে এবং পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

উপজেলা বিএনপির আয়োজিত সমাবেশে বিএনপির আহবায়ক এস এম মামুন মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ ওসমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।
সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশকে শ্রীলঙ্কা বানিয়ে ফেলছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, সীমাহীন কষ্টে এখন মানুষের জীবন বিপন্ন। বিএনপি রাজপথে থাকলে সরকার পতন নিশ্চিত। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ সরকারকে হঠাতে হবে।’
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজ বাজার ঘুরে একই স্থানে এসে শেষ হয়।












