১১ নভেম্বর ২০২৫

কর্ণফুলীতে পড়ে ছিল অজ্ঞাত যুবকের লাশ

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশের সদস্যরা। মৃতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে কোতোয়ালী থানাধীন কর্ণফুলী নদীর ২ নম্বর মুরিং বয়ার কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম বলেন, নজরুল ইসলাম নামের এক ব্যক্তি ৯৯৯ এর মাধ্যমে নৌ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল প্রেরণ করে। ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের জন্য পিবিআই ও সিআইডিকে বলা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহটি অর্ধগলিত ও অজ্ঞাত পুরুষের। বয়স অনুমান ৩৫। জিন্সের প্যান্ট পরিহিত। চেক গেঞ্জি, হাফ হাতাকালো বেল্ট রয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ