চট্টগ্রাম -১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘এই স্টেশনটি শুধু কর্ণফুলী উপজেলার কোন দুর্ঘটনা নয়, পুরো চট্টগ্রামের যে কোন এলাকার অগ্নিদুর্ঘটনায় কাজ করবে। যেহেতু এটি মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন।’
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে কর্ণফুলী উপজেলায় দেশের ৪৯৮তম ফায়ার স্টেশন ‘কর্ণফুলী মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আজকে ধাপে ধাপে কর্ণফুলী উপজেলা নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে। কর্ণফুলীর রাস্তাঘাট দেখে ২-৫ বছর আগে যারা বিদেশ চলে গেছে তারা যদি দেশে আসে কর্ণফুলী এলাকা চিনবে না। প্রতি মাসে কিংবা ছয়মাসে কর্ণফুলীর চেহারা পাল্টে যাচ্ছে। এই কর্ণফুলী আগামী ২-৫ বছরে আরও বেশি মডেল হয়ে যাবে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর যুগ্ম সচিব (প্রশাসন ও অর্থ) মোঃ ওয়াহিদুল ইসলাম, ১১টি মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন’ শীর্ষক প্রকল্প পরিচালক মো. শহিদ আতাহার হোসেন ও স্বাগত বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী।
অনুষ্ঠানে মডার্ণ ফায়ার সার্ভিস এর অফিসার রাহুল দেব নাথের নেতৃত্বে ভূমিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা রবিউল হাসান।
এছাড়াও স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধি ও সরকারি দলের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।