৮ ডিসেম্বর ২০২৫

কর্ণফুলীতে বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড, জরিমানা ৫০ হাজার

কর্ণফুলী প্রতিনিধি »

চট্টগ্রামের কর্ণফুলীতে বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী। এসময় মেয়ের বয়স কম হওয়ায় বর ও কনের পরিবারকে ৫০ হাজার টাকা জরিমানা এবং দুই পরিবারের কাছে মুচলেকা আদায় করা হয়।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টায় চরপাথরঘাটা ইউনিয়নের এইচ টি কনভেনশন হল নামের একটি কমিউনিটি সেন্টারে এই বাল্যবিবাহের আয়োজন বন্ধ করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে কর্ণফুলী থানার পুলিশ।

জানা গেছে, সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থী (ছদ্মনাম কবিতাকে) শিকলবাহা ৯ নম্বর ওয়ার্ডের আল আমিনের ছেলে মো. আরিফের (২৭) সাথে বিয়ে দিচ্ছিল পরিবারের লোকজন— এমন সংবাদের ভিত্তিতে কমিউনিটি সেন্টারে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী উপস্থিত হয়ে বিয়েটি বন্ধ করে দেন। পরে মেয়ের বয়স কম হওয়ায় বর ও কনের পরিবারকে ৫০ হাজার টাকা জরিমানা এবং দুই পরিবারের কাছে মুচলেকা আদায় করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সরকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার বলেন, ওই কিশোরীর বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে কমিউনিটি সেন্টারে গিয়ে বিয়ে বন্ধ করা হয়েছে। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এ দুই পরিবারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন