চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুই ভাইকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৩টার দিকে শিকলবাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহ অহিদিয়া পাড়ায় মৌলানা হাসেমের বাড়িতে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
দগ্ধদের মধ্যে রয়েছেন—ইব্রাহিম (৫০), তার ভাই মো. শফিক (৪৭) এবং তাদের মা লায়লা বেগম (৭০)। প্রাথমিক চিকিৎসা শেষে লায়লা বেগম বাড়ি ফিরে গেলেও দুই ভাইয়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকদের মতে, তাদের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে গেছে এবং জরুরি অস্ত্রোপচার প্রয়োজন।
আগুনে ঘর হারিয়েছেন—ইব্রাহিম, শফিক, ইসহাক (৪০), শুক্কুর (৫০), মনা মিয়া (৪৮) ও কালাম (৫০)। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩৬ লাখ টাকা। পুড়ে যাওয়া মালামালের মধ্যে ছিল নগদ অর্থ, আসবাবপত্র ও গৃহপালিত পশুর খাদ্যসামগ্রী।
ঘটনার বর্ণনায় দগ্ধ মো. শফিক বলেন,“রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙে যায়। দেখি চারদিকে আগুন। সবাই চিৎকার করলে আশপাশের মানুষ এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আমরা গরু বের করতে গিয়ে দগ্ধ হই।”
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান বলেন, “রাস্তাগুলো সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে দেরি হয়েছে। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রায় পৌনে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।”
স্থানীয় ইউপি সদস্য মো. আবু তালেব জানান,“ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে। এখনো কেউ কোনো ধরনের সহায়তা পায়নি।”
এআরই/বাংলাধারা