২৫ অক্টোবর ২০২৫

কর্ণফুলীতে যাত্রীবাহী নৌকা ডুবে নিহত ১

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানাধীন কর্ণফুলীর ১২ নম্বর ঘাট এলাকায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে এক যুবক মারা গেছেন। নিহতের নাম সৈকত বড়ুয়া (২৮)।  

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

সৈকত কর্ণফুলী উপজেলার দক্ষিণ শাহ মিরপুর এলাকার প্রশান্ত বড়ুয়ার ছেলে। তিনি নগরে কর্মস্থলে আসার জন্য প্রতিদিনের মতো নৌকায় উঠেছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের পতেঙ্গা বোট ক্লাবের পাশের একটি ঘাট থেকে কর্ণফুলী নদীতে যাত্রী পারাপার করত কাঠের তৈরি ইঞ্জিনচালিত নৌকাটি। ১২-১৫ জন যাত্রী তোলা হতো নৌকায়।

১২ নম্বর ঘাটের কাছেই পাড়ের ভাঙন রোধে দেওয়া পাথরের বাঁধে ধাক্কা লেগে নৌকাটি উল্টে গেছে। ডুবে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়া তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

সৈকতের মামাত ভাই পলাশ বড়ুয়া বলেন, নৌকাডুবিতে তিনজনকে উদ্ধারের পর হাসপাতালে আনার খবর পেয়ে পাড়াপ্রতিবেশীদের সঙ্গে আমরাও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ছুটে আসি। এসে সৈকত বড়ুয়ার মরদেহ পাই।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সকালে কর্ণফুলীর ১২ নম্বর ঘাটে নৌকাডুবির পর সৈকত বড়ুয়াকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন