২৭ অক্টোবর ২০২৫

কর্ণফুলীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

কর্ণফুলী প্রতিনিধি »

চট্টগ্রামের কর্ণফুলীর খোয়াজনগর এলাকার ভাড়া বাসা থেকে মো. আমজাদ হোসেন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে নিজ গৃহে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আমজাদ হোসেন নোয়াখালী জেলার রামগদী গ্রামের আমির হোসেনের ছেলে। আমজাদ তিন বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে শিকলবাহা ৯নং ওয়ার্ডের লেদু ফকিরের মেয়ে রুমা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বর্তমানে তাদের সংসারে এক বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

জানা যায়, নিহত আমজাদ হোসেন স্থানীয় একটি পোশাক কারাখানায় চাকরি করতেন এবং তার পাশাপাশি অটোরিকশাও চালাতেন বলে জানা গেছে।

এ বিষয়ে কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলায়েত হোসেন বলেন, সকাল ৮টার দিকে ওই যুবকের নিজ ঘর থেকে আমরা ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

তবে ধারণা করছি, পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে বলে ধারণা করা যাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন