৫ নভেম্বর ২০২৫

কর্ণফুলীতে যুবকের লাগেজে মিলল ১১ হাজার ইয়াবা

কর্ণফুলী প্রতিনিধি »

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ আমানত ব্রিজ এলাকায় ১১ হাজার ইয়াবাসহ মো. রাকিব (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১০ মার্চ) বিকাল ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাকিব সাতকানিয়ার মাইজপাড়া এলাকার মো. শফি ইসলামের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, কতিপয় মাদক কারবারি ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসছে বলে গোপন সূত্রে খবর আসে। এর পরপরই র‌্যাবের একটি দল কর্ণফুলী ব্রিজের টোল প্লাজার কাছে চেক পোস্ট স্থাপন করে। বিভিন্ন যানবাহন তল্লাশির এক পর্যায়ে বাস থেকে এক যুবক সু-কৌশলে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে ওই যুবক জানায়, বাসের লাগেজ বক্সে থাকা তার একটি ব্যাগে ইয়াবা রয়েছে। লাগেজটি তল্লাশি করে প্রায় ১১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার হওয়া রকিবের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ