কর্ণফুলী প্রতিনিধি »
চট্টগ্রামের কর্ণফুলীতে মো. হোসেন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার ঘটনায় গ্রেফতার হওয়া দুই আসামিকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার (৫ মার্চ) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ শরীফ আলম এ আদেশ দেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলো- কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামের আলিম উদ্দিন বাড়ির রবি আলীর পুত্র মো. আমিন (২৭) ও মো. আনিসুল ইসলাম আনিস (২৬)। সম্পর্কে তারা দুই সহোদর।
তদন্ত কর্মকর্তা এসআই মোবারক হোসেন জানান, মামলার তদন্তের স্বার্থে দুই আসামির ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চরপাথরঘাটা খোয়াজনগর গ্রামের দীঘির পাড় এলাকার তিন রাস্তার মোড়ে হামলাকারীরা মো. হোসেনকে হত্যার উদ্দেশে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে এবং তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন।
আহত মো. হোসেন কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়ন খোয়াজনগর গ্রামের জাহাঙ্গীর মেম্বার বাড়ির মৃত মো. ইয়াছিনের ছেলে।
এ ঘটনায় গত ১৫ ফেব্রুয়ারি আহতের বোন রিনা আকতার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।













