১১ ডিসেম্বর ২০২৫

কর্ণফুলীতে শীতার্তদের জন্য উন্মোচিত হলো ‘মানবতার দেয়াল’

কর্ণফুলী প্রতিনিধি »  

চলছে টানা শীতল আবহাওয়া। কনকনে শীতে জনজীবন অতিষ্ঠ। গ্রামের অসহায় দরিদ্র মানুষদের জন্য কর্ণফুলীতে তৈরি করা হলো “মানবতার দেয়াল”।

আপনার অপ্রয়োজনীয় কাপড়টি এখানে রেখে যান। আপনার প্রয়োজনীয় কাপড়টি নিয়ে যান। এমন মানবতার বাণীতে এ দেয়ালের পর্দা উন্মোচন করা হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনগত রাত ১০টায় চরপাথরঘাটা ইউনিয়নের পুরাতন ব্রীজঘাট যাত্রী ছাউনির দক্ষিণ পাশে তা তৈরী করেন স্থানীয় কিছু তরুণ।

মানবতার ফেরিওয়ালা নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এসব তরুণেরা শীত বস্ত্রহারা সমাজের অবহেলিত দরিদ্র মানুষের জন্য দেয়ালটি উন্মুক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন ইরফান মাসুদ, হারুনুর রশিদ পাটোয়ারি, সাইফ উদ্দিন সাইফ, ইমরান পাটোয়ারি, মামুনুর রশিদ, জাহিদ হাসান, সাদ্দাম পাটোয়ারি, আহমেদ বিন জুয়েল, আলাউদ্দিন আহাদ, শামসুল হক, মো:রুবেল, আজগর আল পাপ্পু, মোরশেদ আলম পাপ্পু, রহমত উল্লাহ রাহি, আরাফাত হোসেন তুহিন সহ অনেকে।

দেখা যায়, তিন হ্যাঙ্গারে ৩০টি পয়েন্ট এ ঝুলছে বেশ কিছু কাপড়-চোপড়, আছে শীতবস্ত্রও। এখান থেকে নিজেদের প্রয়োজনীয় বস্ত্র নিতে পারবেন সমাজের দরিদ্র শ্রেণীর লোকেরা। তবে এর জন্য দিতে হবে না কোন মূল্য। যুবকদের উদ্দেশ্য শীতে সাধারণ মানুষ যেন কষ্ট না পায়।

দেশে হাজার ধরনের সমস্যা আছে। শুধু রাষ্ট্র তথা সরকার সেই সমস্যার সমাধান করবে, এমনটা প্রত্যাশা করা যৌক্তিক নয়। যেকোনো জাতীয় সমস্যা মোকাবিলায় ব্যক্তির অংশগ্রহণ জরুরি।

ব্যক্তি যখন সংগঠিত হয় তখন বড় বড় সমস্যা উতরে যাওয়া সম্ভব হয়। এ ক্ষেত্রে কিছুটা ভূমিকা রাখতে এগিয়ে এসেছে মানবতার ফেরিওয়ালা।

এ সংগঠনের মো. ইরফান মাসুদ বলেন, “দিতে গর্ব নেই আর নিতে লজ্জা নেই। আপনার যা প্রয়োজন নেই তা দেয়ালে রেখে যান/ আর দেয়ালে টাঙানো যা আপনার প্রয়োজনে তা নিয়ে যান। জয় হোক মানবতার।”

প্রসংঙ্গত, মানবতার ফেরিওয়ালা নামক সংগঠনটি ইতোমধ্যে চট্টগ্রাম নগরী ও কর্ণফুলীতে কম্বল (শীত বস্ত্র) বিতরণ করেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন