১১ নভেম্বর ২০২৫

কর্ণফুলীতে সালিশি বৈঠকে আওয়ামী লীগ নেতার ওপর হামলা

আনোয়ারা প্রতিনিধি »

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সালিশি বৈঠকে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান।

মঙ্গলবার (২ আগস্ট) বিকালে উপজেলার জুলধা ৯ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, শিকলবাহা ইউনিয়নের এক নারী সংক্রান্ত বিষয় নিয়ে জুলধা এলাকার কয়েকজন যুবকের সাথে তর্কবিতর্ক হয়। পরে এ ঘটনায় দু’পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জুলধা এলাকায় বৈঠকে বসে সমাধানের চেষ্টা করেন তারা। বিকালে সালিশি বৈঠকে উভয়পক্ষের তর্কাতর্কিতে এক পর্যায়ে স্থানীয় লোকজন হামলা করেন বৈঠকে থাকা আব্দুল মান্নানকে। এ সময় তার মাথায় ও শরীরে প্রচন্ড আঘাত পান।

বিষয়টি নিশ্চিত করে জুলধা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক চৌধুরী বলেন, মান্নানের ওপর হামলার ঘটনা ঘটেছে শুনেছি। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও জানতে পারিনি।

কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ির উপ সহকারি পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের সদস্যরা যাওয়ার আগে দু’পক্ষের লোকজন পালিয়ে যায়। কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে আহত আবদুল মান্নান কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ