২৩ অক্টোবর ২০২৫

কর্ণফুলীতে ‘সিত্রাং’ মোকাবিলায় প্রস্তুত ১২ আশ্রয়কেন্দ্র

কর্ণফুলী প্রতিনিধি »

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মোকাবিলায় কর্ণফুলী উপজেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। ঘূর্ণিঝড় মোকাবিলায় জরুরি তথ্য সংগ্রহ ও ত্রাণ বিতরণের জন্য সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে বলে জানানো হয়েছে। যার কন্ট্রোল নং(01866283815) প্রস্তুত করা হয়েছে ১২টি আশ্রয়কেন্দ্র।

একইসঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকা সমুহের জনগণকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে চলে আসার জন্য মাইকিং করা হচ্ছে।

সোমবার (২৪ অক্টোবর) বিকেলে এসব তথ্য জানিয়েছেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ।

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবেলায় উপজেলা প্রশাসনের পাশাপাশি ও সিপিবি, সেচ্ছাসেবক সংগঠন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে পৃথকভাবে মাইকিং করে আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সমুদ্র উত্তাল চট্টগ্রামে ৬ নম্বর সংকেত জানিয়ে উপজেলার ঝুকিপূর্ণ এলাকা জুলধা ডাঙারচর, চরলক্ষ্যাসহ পাঁচ ইউনিয়নের আংশিক বাসিন্দাদের সর্তক থাকার আহবান জানিয়েছেন উপজেলা সিপিবির আবদুল মাবুদ বাবুল।

আরও পড়ুন