২৬ অক্টোবর ২০২৫

কর্ণফুলীতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা

আনোয়ারা প্রতিনিধি »

কর্ণফুলী উপজেলায় স্ত্রীর সাথে ঝগড়া করে বিয়ের নয় মাসের মাথায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে সুশোভন দাস (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের মরিয়ম আশ্রম গ্রামের খ্রিস্টান পাড়া এলাকার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে কর্ণফুলী থানা পুলিশ।

মৃত সুশোভন দাস ঠাকুরগাঁও জেলার জগ্ননাথপুর শান্তিনগর এলাকার মৃত সজীব কুমার দাসের ছেলে।

জানা গেছে, সুশোভন দাস মাত্র নয় মাস আগে স্ত্রী শুক্লা জয়ধরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি কেপিজেড এলাকায় দিন মজুরির কাজ করতেন। ঘটনার দিন স্বামী-স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া হয়। এরপর স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে গেলে স্বামী আত্মহত্যা করে।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে সুশোভন। এলাকার লোকজন রুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন