চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ৫০০ শয্যার একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম। শনিবার (২৬) এপ্রিল সকালে কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় উপজেলা নতুন ভবনের পাশের জায়গাটি পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে এতদঞ্চলে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা ও সম্ভাবনার কথা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি।
স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন,এই এলাকায় একটি বৃহৎ হাসপাতাল নির্মাণ হলে শুধু কর্ণফুলীবাসী নয়, আশপাশের অন্তত তিনটি উপজেলার জনগণ উন্নত স্বাস্থ্যসেবার আওতায় আসবে। যোগাযোগের ক্ষেত্রে এই স্থানটিই সবদিক থেকে বেশ উপযোগী।
এখানে একটি হাসপাতাল হলে দক্ষিণ চট্টগ্রামের মানুষের চিকিৎসা সেবায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি স্বাস্থ্যখাতের চলমান অগ্রগতি ও অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন। এবং স্থানীয় জনগণের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে পরিকল্পিত অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্বারোপ করে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,হাসপাতালটি নির্মিত হলে সুলভ ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে।
পরিদর্শনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান,একান্ত সচিব ডা. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম,চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমা, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম,কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রয়া ত্রিপুরা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা প্রমুখ।
এমএম/এআরই/বাংলাধারা